• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হাতীবান্ধায় আলোচনা সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

 
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে হাতিবান্ধা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা জন অনুষ্ঠিত হয়। আজ বিকেল ৩টায় হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ নাজির হোসেন (হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার) এর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ মোতাহার হোসেন এমপি (সংসদ সদস্য, লালমনিরহাট-১ ও সভাপতি, লালমনিরহাট জেলা আওয়ামীলীগ) উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন-
মশিউর রহমান মামুন  (চেয়ারম্যান হাতিবান্ধা উপজেলা পরিষদ)
স্বপন কুমার রায় চৌধুরী (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লালমনিরহাট)
মোঃ লিয়াকত হোসেন বাচ্চু  (সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হাতিবান্ধা উপজেলা )
মোঃ মাহমুদুল হাসান সোহাগ ( সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হাতিবান্ধা উপজেলা শাখা)
মোঃ রেজাউল করিম প্রধান (প্রধান শিক্ষক হাতিবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়) সহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে এ দেশকে মুক্ত করি। শিক্ষা মানুষের মৌলিক অধিকার আর শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর, আপনাদের হাতে আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারলে বাংলাদেশ আরও সুখী সমৃদ্ধ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আপনার এই চেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –