• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

তিস্তায় জেলের জালে উঠল ৭২ কেজির বাঘাইড়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩  

লালমনিরহাটের হাতীবান্ধায় জেলের হাতে ধরে পড়েছে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। সেটি বিক্রি হয়েছে ৮০ হাজার টাকায়। মাছটি এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে তিস্তা পাড়ে।

বৃহস্পতিবার সকালে উপজেলার তিস্তা নদীতে মাছ ধরতে গেলে মহাসিনের জালে ৭২ কেজি ওজনের বিশাল ওই বাঘাইড় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকালে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইড় মাছটি তার জালে ধরা পড়ে। পরে বাজারে নিলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে ভাগাভাগি করে নেন।

এ বিষয়ে জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে তিনি মাছ ধরতে যান। এ সময় জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের ওই বাঘাইড় মাছ ধরা পড়ে। মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –