• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

সুষ্ঠু নির্বাচনে আলোর রেখা দেখছি : ডা. জাফরুল্লাহ চৌধুরী

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

জাতীয় ঐক্যের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আশা প্রকাশ করে বলেছেন, সংকট সমাধানে আমরা খুব আশাবাদী। সুষ্ঠু নির্বাচনের আলোর রেখা দেখতে পাচ্ছি আমরা। সংলাপের মাধ্যমে ভালো কিছু বের হয়ে আসবে বলে আমরা আশাবাদী। প্রধানমন্ত্রীর সংলাপ প্রস্তাব গ্রহণ ইতিবাচক। আন্তরিক। যেকোনো সংকটে আলোচনায় বসাটা খুবই গুরুত্বপূর্ণ। সংলাপ সিদ্ধান্তকে গ্রিন সিগন্যাল হিসেবে দেখি আমরা। তাই স্বাগত জানিয়েছি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সঠিক কাজটিই করেছেন। ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন। আলাপ-আলোচনার জন্য আমাদের ডেকেছেন। গত পনেরো দিন ধরে আমি বলে আসছি, আমাদের চা খাওয়ান, প্রধানমন্ত্রী এখন আমাদের ডিনার করাবেন। এটা গণতন্ত্র ও রাজনীতির জন্য শুভ বার্তা।

এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে কে সংলাপে যোগ দেবেন, তা এখনো ঠিক হয়নি। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি তা ঠিক করবে। আমরা ৭ দফার ভিত্তিতেই আলোচনা করবো। এর বাইরে কিছু থাকবে না। এছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইবো, তার সুস্বাস্থ্যই কামনা করবো। প্রধানমন্ত্রীর পিতা ও তার রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করবো। বাবার মতো যেন তিনিও মহানুভব ব্যক্তিত্ব হন, সেটা তাকে বলবো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –