• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১  

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে আলোচনা করছে কীভাবে এটা করা যায়। আগে ভ্যাকসিনেশন জোরদার চলছে। যাতে শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দিয়ে দেয়া যায়। তারপরে দেখা যাক। সেটা ওনারা পরে ব্রিফ করে জানিয়ে দেবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ১৭ মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিতে চায় সরকার। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে এমন তথ্য জানা গেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –