• রোববার ১৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলহজ্জ ১৪৪৫

‘ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে সরকার’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২৪  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুষ্ঠু করতে বর্তমান সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু করতে পেরেছি।

বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন শেষে এসব কথা বলেন তি‌নি।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কোনো হজযাত্রী যেন প্রতারিত না হন, হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোনো কাজ করেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ যেন রক্ষা পায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেন উন্নয়নের পথে আরো এগিয়ে যায়- এ দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –