• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

‘স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২  

‘স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে’                 
বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

মঙ্গলবার দুপুরে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনের মধ্যদিয়ে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে নিজেদের অবস্থান করে নিবে। শিক্ষকদের অর্জিত জ্ঞান যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাপতি এডভোকেট মিনহাদুজ্জামান লীটন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, অফিসার ইনচার্জ সৈকত হাসান, প্রফেসর রফিকুল আলম বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, জেলা পরিষদ সদস্য আশাফুদ্দৌলা রুবেল, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল। 

অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক। এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন সামাজিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এদিন তিনি সোনাতলা থানা, ভূমি অফিস, পৌরসভা ও নামাজখালী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –