• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সমন্বিত সামাজিক প্রতিরোধে মাদক নিয়ন্ত্রণ সম্ভব: পরিকল্পনামন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২  

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। তিনি বলেন, সমন্বিত সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব।

রোববার সিলেট মহাননগরীর একটি হোটেলের কনফারেন্স হলে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সম্বনিত কর্ম পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। 

এম. এ. মান্নান বলেন, দেশের একেবারে নিম্নআয়ের মানুষ ও উচ্চ আয়ের মানুষের মধ্যে মাদক ব্যবহারের সংশ্লিষ্টতা বেশি। মধ্যম আয়ের মানুষের মধ্যে মাদকের ব্যবহার তুলনামূলক কম।

তিনি এ সময় উল্লেখ করেন, নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যের ও অধিক ক্ষতিকর মাদক ব্যবহার করছে। মাদকের ব্যাবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে প্রথাগত আইনের পাশাপাশি প্রচলিত সামাজিক বিধিনিষেধও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দিনব্যাপী এ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –