• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২  

কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিযোগ বাড়াতে দেশটি সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। আজ রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউনের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি থাকা প্রয়োজন।

এতে করে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে।

এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কোরিয়ার বেশ কিছু কম্পানি বাংলাদেশের তৈরি পোশাক, ইলেক্ট্রোনিক পণ্যসহ বেশকিছু খাতে কাজ করছে।  

কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, কোরিয়া বাংলাদেশে গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাপী কোরিয়া বাণিজ্য বাড়াচ্ছে। কোরিয়া ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করে।

২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশ ৩৯ কোটি ৮৬লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য কোরিয়ায় রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১১২ কোটি ৬৬ ডলার মূল্যের পণ্য।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক এবং বাংলাদেশস্থ কোরিয়ান দূতাবাসের ফাস্ট সেক্রেটারি ইয়াংমিন সিও উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –