• শুক্রবার ২৪ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১০ ১৪৩১

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৫

চিরিরবন্দরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২২  

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলি বাজারে অটোভ্যানে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার(৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ড্রাইভারপাড়া গ্রামের মৃত আতা আলীর ছেলে আমিন ইসলাম (৪৮) ও আলোকডিহি গ্রামের যোগেস চন্দ্র রায়ের ছেলে মাধব মালী সনু (৪৫)। গুরুতর আহত হয়েছেন মোছা. মেরিনা বেগম (৩৫) নামে এক নারী। 

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রানীরবন্দর বাজার থেকে চাম্পাতলি বাজারে দুইজন যাত্রী নিয়ে আসছিল একটি অটোভ্যান। এ সময় চাম্পাতলি বাজারে এসে দাঁড়ালে বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যাত্রীসহ ভ্যান চালক নিহত হন। ওই ভ্যানে থাকা আরেক যাত্রী গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান স্থানীয়রা।  

১০ মাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই রাস্তা থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –