• শুক্রবার ২৪ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১০ ১৪৩১

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্যদিয়ে কাঁঠালবাড়ি গণহত্যা দিবস পালিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২২  

কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্যদিয়ে কাঁঠালবাড়ি গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কাঁঠালবাড়ি বাজারসহ আশপাশের ৬টি গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ ও নৃশংস হত্যাকাণ্ড চালায়। এসময় তারা ৩৫ জন বাঙালিকে নিষ্ঠুরভাবে হত্যা করে।

দিবসটি উপলক্ষে স্থানীয় ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও দিশারী পাঠাগার যৌথভাবে কালো পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করে। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের গবেষক ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

আরও বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল, দিশারী পাঠাগারের সভাপতি আব্দুল খালেক ফারুক, শিক্ষাবিদ সৈয়দ ইশতিয়াক, ব্যবসায়ী আইয়ুব আলী ব্যাপারী, নুর আলম লাল, দিশারী পাঠাগারের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাধন চন্দ্র দেব, মো. শাহআলম, জিয়াউর রহমান জিয়া ও সাজেদুল ইসলাম প্রমুখ।

সভায় সরকারি উদ্যোগে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, দুস্থ শহীদ পরিবারের পুনর্বাসন ও শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –