• শুক্রবার ২৪ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১০ ১৪৩১

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৫

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতি সভা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২২  

দীর্ঘ প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে উত্তরের জেলা পঞ্চগড়েও উদ্বোধন অনুষ্ঠান পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা হয়েছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, দেশের অন্যতম মেগাপ্রকল্প হিসেবে দেশের অর্থায়নেই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। ২৫ জুন উদ্বোধনের দিনটি আমাদের স্মরণীয় করে রাখা দরকার। এজন্য পঞ্চগড়েও জাঁকজমকভাবে দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে ওইদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে মানব সেতু ডিসপ্লে, সন্ধ্যায় আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –