• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

অবৈধভাবে বালু উত্তোলন: মেশিন ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। 
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পোরজনা ইউপির হলদার পাড়া পুকুরে এবং হুরাসাগর নদীতে এ অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা। তিনি জানান, কয়েকটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজলোর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। এসব অবৈধ ড্রেজারের দৌরাত্ম বন্ধ করতেই অভিযান চালানো হয়েছে। 

তিনি আরো জানান, শাহজাদপুরের যেখানেই অবৈধ ড্রেজার চালানো হবে, সেখানেই অভিযান চালানো হবে। অবৈধভাবে বালু উত্তোলনে কোনো ছাড় দেয়া হবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –