• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

জনগণের সেবার উদ্দেশ্যেই ডাক্তার হতে হবে- স্বাস্থ্যমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জনগণের কাছে দায়বদ্ধ। জনসেবার মানসিকতা নিয়েই তাদের পড়াশোনা করতে হবে। শুক্রবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবন, হোস্টেল উদ্বোধন শেষে ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগনের টাকায় যেমন মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে। তেমনি শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালানো হচ্ছে। তাই জনগণের সেবার উদ্দেশ্যেই তাদের ডাক্তার হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের ডিসি এসএম ফেরদৌস, এসপি রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, প্রকল্প পরিচালক ডা. দেলোয়ার হোসেন, ডা. শিশির রঞ্জন দাস প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –