• শুক্রবার ২৪ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১০ ১৪৩১

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে বিজয় দিবসের দিনে দুই সহস্রাধিক ঘরে পতাকা উড়নোর উদ্যোগ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় বিজয় দিবসের দিনে ঘরে ঘরে জাতীয় পতাকা উড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। জেলার ৫ উপজেলায় দুই হাজার ৫শ পতাকা বিতরণ করা হয়েছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। আসছে বিজয় দিবস ছাড়াও স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারিতেও এই পতাকা ঘরে ঘরে উত্তোলন করা হবে বলে জানায় জেলা প্রশাসন।

স্থানীয় নারী লেখিকা ও সাংস্কৃতিক কর্মী জুঁই জেসমিনের আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় বুধবার সকালে সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকায় ঘরে ঘরে জাতীয় পতাকা বিতরণ এ কার্যক্রমের উদ্বোধন করেন-অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। 

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম উপস্থিত ছিলেন। পরে ওই এলাকার ঘরে ঘরে জাতীয় পতাকা বিতরণ করা হয়। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –