• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আছে সংশ্লিষ্ট সব নথি, তবুও মুক্তিযোদ্ধার তালিকায় নেই নাম

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

মুক্তিযোদ্ধা সনদে দীর্ঘ ২৭ বছর পুলিশে চাকরি করেছেন। আছে সংশ্লিষ্ট সব নথি। তবুও মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়েছে অবসরপ্রাপ্ত কনস্টেবল আবদুস সালামের নাম।

বুধবার দুপুরে রংপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আবদুস সালাম বলেন, আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ভারতের ডাঙ্গের হাট, পতিরাম, পানীঘাটা ও শিলিগুড়িতে যুদ্ধের ট্রেনিং নিয়ে ৭ নম্বর সেক্টরের অধীনে দিনাজপুরের মোহনপুরে যুদ্ধ করেছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৭২ সালে পুলিশে যোগদান করি। ১৯৯৯ সালে অবসর নেয়ার পর থেকে আমার অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। চাকুরির সময় মুক্তিযুদ্ধের সব মূল কাগজ জমা দিয়েছি। কিন্তু সেগুলো এখনো ফেরত পাইনি।

আবদুস সালাম আরো বলেন, আমি ভুয়া মুক্তিযোদ্ধা হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হোক। অন্যথায় সব প্রমাণ যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করে আমাকে সব সুযোগ-সুবিধা দেয়া হোক।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –