– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

নতুন ‘URL’ পেল টুইটার, বড় ঘোষণা ইলন মাস্কের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩  

টুইটারের লোগো বদল করে তোলাপাড় ফেলে দিয়েছেন ইলন মাস্ক। আর এবার টুইটারের নতুন ইউআরএলের ঘোষণা দিয়েছেন তিনি। এবার থেকে টুইটারে twitter.com/-এর পাশাপাশি X.com-এও ক্লিক করা যাবে। পাশাপাশি ইলন মাস্ক ঘোষণা করেন, অন্তর্বর্তীকালীন টুইটার লোগো শিগগিরই ‘লাইভ’ হবে। 

সূত্রের খবর, চীনের উইচ্যাটের-এর মতো কোনো অ্যাপ তৈরির কথা ভাবছেন এলন মাস্ক। গতকালই এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছিলেন, ‘শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাবো।’ এদিকে চিরাচরিক নীল-সাদা ‘থিম’-এর বদলে টুইটারের নতুন ‘থিম’ হতে পারে কালো। উল্লেখ্য, টুইটারের ধাঁচে চালু হওয়া ‘থ্রেডস’-এর থিম কালো।

মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক একের পর এক বদল করেই চলেছেন। ভেরিফিকেশনের ক্ষেত্রে আগেই টাকা নেওয়া চালু করেছিল টুইটার। এদিকে সদ্য আরও এক বদল এসেছে টুইটারে। নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে টুইটারে নির্দিষ্ট সংখ্যার বেশি টুইট দেখা যাবে না। এদিকে এর আগে টুইটারে অ্যাকাউন্ট না থাকলেও টুইট দেখা যেত। তবে এবার থেকে সেটাও আর করা যাবে না।

সম্প্রতি ইলন মাস্ক জানান, বিজ্ঞাপন বাবদ আয় ভাগ করে সরাসরি টুইটার থেকে টাকা আয় করতে পারবেন ব্যবহারকারীরা। তবে সেক্ষেত্রে একটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। তবে টুইটার থেকে উপার্জন করতে সংশ্লিষ্ট ইউজারের অ্যাকাউন্টে ব্লু টিক থাকা আবশ্যক।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –