• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

গোপনে ফেসবুক ব্যবহারের উপায়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২৩  

ফেসবুকে আপনি হয়তো জরুরি কাজ করছেন, কেউ আপনাকে মেসেঞ্জারে নক করতে পারে, ফোন দিতে পারে। এতে জরুরি কাজে ব্যাঘাত ঘটে। এ সমস্যার সমাধান চাইলে ফেসবুকে সক্রিয় থেকেও অফলাইন দেখানো যায় বা নিজেকে গোপন রাখা যায়।

সাধারণত ফেসবুকে সক্রিয় থাকলে আপনার প্রোফাইল ছবির ওপর সবুজ ডট চিহ্ন দেখা যাবে। সবুজ ডট চিহ্ন ‘হাইড’ করার উপায়-

*প্রথমে ফেসবুক অ্যাপের প্রোফাইল আইকনে চাপুন।
*এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে সেটিংস অপশনে যান।
*নিচের দিকে অডিয়েন্স ও ভিজিবিলিটি অপশনে গিয়ে ‘অ্যাকটিভ স্ট্যাটাস’ চাপুন। ‘শো হোয়েন ইউ আর অ্যাকটিভ’ অপশনে টগোল করুন।
*এবার ফেসবুকে ফিরে যান। খেয়াল করে দেখুন আপনি অনলাইনে থাকলেও অফলাইন শো করছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –