• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

এবার ফেসবুকে ‘ব্লু-টিক’ পেতেও লাগবে টাকা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্লু-টিকের জন্যও এবার সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে। অনেকটা টুইটারের মতোই। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এর আগেই ব্লু-টিক ভেরিফিকেশন চালু করেছিল মেটা। আর সেটা এবার চালু হল পাশের দেশ ভারতেও।

ডিজিটাল বিজ্ঞাপনের বাইরেও মেটা-র আয়ের উৎস বাড়াতেই মেটার এমন উদ্যোগ। এমনিতেই ২০২২ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং অ্যাপলের আইওএস প্রাইভেসি নীতির পরিবর্তনের কারণে মেটা-র বেশ কমে গিয়েছিল। সেই কারণেই নতুন নতুন আয়ের পথ খুঁজছে তারা। শুধু বিজ্ঞাপনের আয়ের উপরে তারা আর নির্ভর করে থাকতে চাইছে না।

প্রাথমিকভাবে ‘ব্লু-টিক’ সুবিধার পেছনে আরো বেশি মাসিক ফি স্থির করা হয়েছিল। কিন্তু পরে মেটা অ্যানড্রয়েড এবং আইওএস-এর জন্য প্রতি মাসে যথাক্রমে ৬৯৯ টাকা এবং ওয়েবে ৫৯৯ টাকা ফি নির্ধারণ করা হয়। টুইটারের ‘ব্লু’ নামক সাবস্ক্রিপশন পরিষেবা চালুর পরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু এবার সেই পথেই হাঁটল মেটাও।

ভেরিফাইড ব্যবহারকারীদের একটি যাচাইকরণের ব্যাজ, অ্যাকাউন্টের সুরক্ষা এবং অ্যাকাউন্ট সাপোর্ট অ্যাক্সেস-সহ বেশ কয়েকটি ফিচার মিলবে। এই যাচাইকরণ প্রক্রিয়ার জন্য ব্যবহারকারীদের একটি এনআইডি দিতে হবে। ইনস্টাগ্রাম এবং ফেসবুক উভয় অ্যাকাউন্টের জন্যই এটি প্রযোজ্য। অ্যাকাউন্ট সাপোর্ট বর্তমানে শুধু ইংরেজিতেই মেলে।

মেটা জানিয়েছে, একাধিক দেশে প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক ফলাফল মেলার পর ভারতেও এটি চালু করা হল। এর জন্য ব্যবহারকারীদের অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। একটি সরকারি আইডি জমা দিতে হবে। সেই সঙ্গে ভেরিফিকেশনের জন্য একটি সেলফি ভিডিও দিতে হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –