• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বিএনপির আন্দোলন গর্জে, বর্ষে না  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩  

 
প্রবাদে আছে- যত গর্জে তত বর্ষে না। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অবস্থা ঠিক এমনই। সরকারের পতনসহ বিভিন্ন ইস্যুতে প্রায় ১৫ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে দলটি। এই দীর্ঘ সময়ে অসংখ্যবার আন্দোলনের ডাক দিলেও কোনো সফলতার মুখ দেখেনি তারা।

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এবারও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেদিন থেকে আন্দোলনের ‘মহাযাত্রা’ শুরু হবে। তবে অতীতের ব্যর্থতার কারণে এবারও নেতাদের আশ্বাসে ভরসা করতে পারছেন না কর্মীরা।

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, সিনিয়র নেতারা আগেও একাধিকবার এমন হুঙ্কার দিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো সময়ের আগেই তারা লেজ গুটিয়ে পালিয়েছেন। গত বছর ১০ ডিসেম্বরও সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করার পরিকল্পনা ছিল বিএনপির। সেই সময় গান-বাজনা, খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেও নয়াপল্টনে নেতাকর্মীদের অবস্থান ছিল শূন্য।

এরপর বহুবার বিএনপি সরকারকে পদত্যাগের হুঙ্কার দিয়েছে। কিন্তু লাভ হয়নি, বরং দেশবাসীর কাছে ঠাট্টার পাত্র হয়েছে তারা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপি দিনের পর দিন আন্দোলনের নামে শুধু গর্জনই করে যাচ্ছে। বাস্তবে রাজনীতির মাঠে তাদের কোনো কর্মকাণ্ড নেই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –