• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

খালেদার মুক্তিতে প্রধান বাধা দলীয় কোন্দোল! 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১  

দীর্ঘদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য প্রধান বাধা দলের মধ্যকার কোন্দোল।

সাংগঠনিক দুর্বলতা ও একাধিক মতাদর্শে বিভক্ত বিএনপি চেয়ারপার্সনের মুক্তির লড়াইয়ে দলটি কতটুকু ঐক্যবদ্ধ থাকতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ব্যক্তিস্বার্থ, পদ প্রাপ্তির লোভ ও বেগম জিয়ার বদলে তারেক রহমানের প্রতি অতিভক্তি যে দলে স্পষ্ট, সেই দল কতটা একতাবদ্ধ থেকে রাজনীতির উত্তাল সমুদ্র পাড়ি দিতে পারবে- সেটি নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে।

বিএনপির সাম্প্রতিক কর্মসূচি ও রাজপথে ফেরার বিষয়ে এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, অবশেষে ঘুম ভেঙে রাজপথে নামার সাহস দেখিয়েছে বিএনপি। 

তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবি নিয়ে বরিশাল ও চট্টগ্রামে মহাসমাবেশ করেছে বিএনপি। সমাবেশে নেতারা তৃণমূল কর্মীদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বেগম জিয়াকে মুক্ত না করে ঘরে না ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। 

এগুলো স্রেফ মিথ্যা আশ্বাস বলে মনে করেন তিনি। কেননা, দুটি সমাবেশের কোনোটিতেই রাজনৈতিক রোডম্যাপ দেয়নি বিএনপি।

তিনি আরো বলেন, দলটিতে চরম অনৈক্য বিদ্যমান। বিভিন্নপন্থী নেতাদের কারণে তৃণমূল নেতৃত্ব দিকভ্রান্ত হয়ে থাকে। এছাড়া বেগম জিয়ার মুক্তির বিষয়ে প্রত্যেক নেতাই শুধু আকাশ কুসুম কথাবার্তা বলেছেন। বেগম জিয়ার স্থলে দলটির সিনিয়র নেতৃবৃন্দ তারেক রহমানকে স্থান দিয়ে ফেলছেন। সুতরাং বেগম জিয়ার ইস্যুতে রাজনীতি করাটা দৈনন্দিন কালচারে পরিণত হয়েছে নেতাদের। নেত্রীর মুক্তিতে কোনো নেতার ভেতর সদিচ্ছা দেখিনি। 

ঐ অধ্যাপক বলেন, শুনেছি সামনে দলটির কাউন্সিল হবে। তাই চাহিদা মাফিক পদ পাওয়ার লোভেই নেতারা কিছুটা সাহস দেখাচ্ছেন। এগুলো রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছু না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –