• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আদিতমারীতে পূজা উদযাপন কমিটির শারদীয় শুভেচ্ছা বিনিময়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

  
আদিতমারী পূজা উদযাপন কমিটির আয়োজনে পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নীল কমল রায় এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এসময় আদিতমারী উপজেলার ১১৬ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব নূরুজ্জামান আহমেদ  এমপি ( মাননীয় সমাজকল্যাণমন্ত্রী সংসদ সদস্য, লালমনিরহাট-১ ও সভাপতি,  কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ) উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন-
জি আর সরোয়ার ( আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার)
মোঃ রফিকুল আলম (সেক্রেটারি আদিতমারী উপজেলা আওয়ামীলীগ)
মোঃ মোসাদ্দেক হোসেন চৌধুরী (চেয়ারম্যান মহিষখোচা ইউনিয়ন)

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের রুপকার তিনি যে ধর্মনিরপেক্ষ সংবিধান আমাদের দিয়ে গেছেন এবং তার সময় থেকে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করেছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়ও হিন্দুরা  সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে প্রতিবছর পূজা উদযাপন করতে পারে। পরিশেষে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সাহাদৎ বরণকারী সকল শহীদদের এবং জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে আলোচনা শেষে করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –