• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

লালমনিরহাটে বন্যা সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

 
লালমনিরহাট জেলায় গণমাধ্যম কর্মীদের সাথে তিস্তাপাড়ের মানুষদের বন্যা সহনশীলতা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগিতায় তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী এলাকায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা প্রেসক্লাবের আহবায়ক কাজী আলতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বন্যাপ্রবন এলাকার দেলোয়ার হোসেন, আলেয়া বেগম বক্তব্য রাখেন। এ সময় তারা বন্যাকালীন সময়ে তাদের দুর্ভোগ ও সমস্যার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, তিস্তা নদী সংলগ্ন চর গড্ডিমারী গ্রামে ৮শ'মিটার নিচু সড়ক রয়েছে। যার কারণে পানি জমে থাকে সারা বছরই। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হয়।তবে এর মধ্যে ৪'শ মিটার সড়ক ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে উঁচু করা হয়েছে। কিন্তু বাকি অংশটি নীচুই রয়ে গেছে। ফলে জনদুর্ভোগ দূর হচ্ছেনা।

এ সংলাপে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন কুমার দে, আহমেদুর রহমান মুকুল, তৌহিদুল ইসলাম, তন্ময় আহমেদ নয়ন, মহসীন ইসলাম শাওন, গন উন্নয়ন  কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, ফিল্ড অফিসার রবিউল হাসান সহ সাংবাদিকগন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –