• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

পাটগ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত ব্যাক্তির মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

 
পাটগ্রাম উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আমিনুর ইসলাম (৫৫) নামের আহত ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (৩ অক্টবার) সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুরের মৃত আব্দুল আলী ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ২‌ সেপ্টেম্বর সকালে আমিনুর ইসলাম ও রমজান আলীর মধ্যে বাগিবতণ্ডা হয়। এর পরপরই রমজান আলী লোকজন লাঠি নিয়ে আমিনুর ইসলাম ওপর হামলা চালায়। এসময় আমিনুর ইসলাম মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন।

পরে গুরুতর আহত আমিনুর ইসলামকে এলকাবাসী উদ্ধার করে ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আমরা নিহতের বিষয়টি লোকে মুখে মাধ্যমে জানতে পেরেছি। তবে ডেড বডি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। মারামারি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –