• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে পরকীয়া প্রেমিকের ধাক্কায় শ্বশুরের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের ধাক্কায় আমির আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার মধ্যরাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক কছিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। আটককৃত কছিম উদ্দিন ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কাজের সুবাদে ঢাকায় থাকেন বৃদ্ধ আমির আলীর ছেলে। তিন সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকেন তার ছেলের বউ। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী কছিম উদ্দিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। প্রায় কছিম উদ্দিন ওই গৃহবধূর ঘরে রাত কাটান।

শনিবার দিনগত মধ্যরাতে গৃহবধূর ঘরে প্রবেশ করেন কছিম উদ্দিন। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির আলী ওই ঘরের দরজা বন্ধ করে প্রতিবেশীদের খবর দেন। এ সময় ঘরের দরজা ভেঙে কছিম উদ্দিন বাইরে বের হতে চেষ্টা করলে আমির আলীর সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূর শ্বশুর আমির আলী। পরে স্থানীয়রা কছিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমির আলীর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –