• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

লালমনিরহাটে ন্যাশনাল সার্ভিস প্রকল্প পুনরায় চালুর দাবি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

লালমনিরহাটের হাতীবান্ধায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প পুনরায় চালু করে স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ন্যাশনাল সার্ভিস হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন মিরু এর সভাপতিত্বে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 

মানববন্ধন ও আলোচনা সভায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভিস হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,  
শরিফুল ইসলাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক; আমিনুর রহমান, সদস্য; মিনারুল ইসলাম, সদস্য; আব্দুল কাইয়ুম প্রমুখ।

মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ২০০৯ ও ২০১৮ নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত বেকারের চাকরির ব্যবস্থা করবেন। কিন্তু চাকরি পরিবর্তে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের স্বল্প বেতনের কর্ম দিয়েছে। প্রকল্পটি দুই বছর পর বন্ধ হয়ে যায়। উক্ত ন্যাশনাল সার্ভিস প্রকল্পটি পুনরায় চালু ও সদস্যদের কে স্থায়ীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতা ও সুদৃষ্টি কামনা করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –