• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩  

 
লালমনিরহাটের পাটগ্রাম ও আদিতমারী উপজেলায় পৃথক ঘটনায় নদী ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাটগ্রাম উপজেলার মিসকাত (১০) ও নাহিদ আহম্মেদ রাকসা (১৪) এবং আদিতমারী উপজেলার ঝুমকি রানি (২)। মিসকাত পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র ও নাহিদ একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, তিন বন্ধু মিলে পাটগ্রামের রাবার ড্যাম এলাকায় ধরলা নদীতে গোসলে নামে। এ সময় আদর নামে এক কিশোর উঠে আসতে পারলেও নাহিদ ও মিসকাত ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অপরদিকে লালমনিরহাটের আদিতমারীতে পুকুরে ডুবে ঝুমকী রানি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মহিষখোঁচা বাজার সংলগ্ন বৈশ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

ঝুমকী রানি ওই এলাকার সুশীল চন্দ্র রায়ের মেয়ে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –