• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটের তিস্তায় পাথর-বালু তোলায় চারজনের দণ্ড

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯  

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে পাথর ও বালু তোলায় চারজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে এ আদেশ দেন হাতীবান্ধা ইউএনও সামিউল আমিন।

দণ্ডিতরা হলেন- নীলফামারীর ডিমলার ছোটখাতার আব্দুর জব্বারের ছেলে মাহাতাব হোসেন, আব্দুল হকের ছেলে আব্দুল হামিদ, আবুল হোসেনের ছেলে গোলাম রব্বানীও জহর উদ্দিনের ছেলে আজিবর রহমান।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, উপজেলান গড্ডিমারী ইউপির দোয়ানীর তিস্তায় শ্যালো মেশিন বসিয়ে বালু ও পাথর তোলার স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –