• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

‘ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরবঙ্গ, প্রয়োজন সংরক্ষণ’

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

বাংলাদেশের উত্তরবঙ্গ ইতিহাস আর ঐতিহ্যে অনেক সমৃদ্ধ , তবে সেগুলোর যত্ন আর সংরক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের হেরিটেজ ট্যুরিজম বিষয়ক গবেষক এলিজা বিনতে এলাহী ।

সম্প্রতি উত্তরের পাঁচ জেলা সফর করে এসে এক আড্ডায় এ মন্তব্য করেন তিনি। 

এলিজা জানান, উত্তরবঙ্গে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন, এখনও অজানা রয়েছে অনেক ইতিহাস। এগুলোকে তুলে আনতে হবে। আর যেগুলো অনুসন্ধান করে বের করা হয়েছে সেগুলোরও যথাযথ সংরক্ষণ করা দরকার।

হেরিটেজ ট্যুরিজমের গুরুত্ব তুলে ধরে  এই এলিজা আরও জানান, ইউরোপসহ উন্নত দেশগুলোতে হেরিটেজ ট্যুরিজম খুবই জনপ্রিয় । তাঁরা নিজেদের ঐতিহ্য রক্ষা করছে, সেগুলোকে বিশ্ব দরবারে উপস্থাপন করছে। পাশ্ববর্তী দেশ নেপাল আর ভারতের পর্যটনের প্রধান আকর্ষণ তাঁদের নিজেদের প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ইতিহাস আর সংস্কৃতি । সে তুলনায় আমরা কিছুই করতে পারিনি। বরং নিজেদের গৌরবময় ঐতিহ্য ভুলতে বসেছি। অথচ আমাদের রয়েছে অপার সম্ভাবনা।

সম্প্রতি পঞ্চগড় , ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম আর গাইবান্ধা চষে বেরিয়েছেন। এইসব জেলার সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছেন । পঞ্চগড়ে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দুর্গনগরী ভিতরগড় আর গাইবান্ধার প্রতি বিশেষ গবেষণার ইংগিত দিলেন তিনি। এলিজা মনে করেন এই জেলা দুটির মাটির নিচে কয়েক হাজার বছরের পুরনো শহরের নিদর্শন পাওয়া যাবে।

এসব ইতিহাস তুলে ধরতে তরুণ সমাজ, সামাজিক সংগঠনকে সাথে নিয়ে সরকারকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তিনি।

হেরিটেজ ট্রাভেলার এলিজার পৈত্রিক বাড়ি জামালপুর জেলায়। তিনি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায় শিক্ষকতা করছেন। ঢাকার শহীদ বীর উত্তম আনোয়ারা গার্লস স্কুল এন্ড কলেজ থেকে পাশ করে ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন । এছাড়া এআইইউবি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ করেছেন । বর্তমানে পিএইচডি করছেন নেদারল্যান্ডে।

৪র্থ দফায় উত্তরবঙ্গের তিনটি জেলা ভ্রমণের উদ্দেশ্যে ২৬ জানুয়ারি রওনা দেবেন তিনি। এবার ঘুরে দেখবেন জয়পুরহাট, নওগাঁ আর চাপাই নবাবগঞ্জ। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –