• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পাটগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ৫ জন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুন ২০২০  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নতুন করে এক মেডিক্যাল অফিসার ও সোনালী ব্যাংকের এক অফিসারসহ পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল। 

এ নিয়ে  উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ জন। এ রোগ থেকে সুস্থ হয়েছে ৫ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৭ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করেছে ২৬৬ জনের। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ জুন আক্রান্তদের নমুনা পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষার পর রবিবার সন্ধ্যায় ৫ জনের করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয় জেলা স্বাস্থ্য বিভাগকে।

নতুন শনাক্ত হওয়ার মধ্যে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার একজন, সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসারসহ জোংড়া ইউনিয়নে দুজন, কুচলিবাড়ি ইউনিয়নে একজন, বুড়িমারী ইউনিয়নে একজন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ বলেন, করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিতেছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –