• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পাটগ্রামে পোড়ানো হলো পাঁচ হাজার মিটার কারেন্ট জাল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২০  

লালমনিরহাটে পাটগ্রামে  বর্ষায় প্লাবিত বিভিন্ন প্লাবন ভূমি ও নদীতে অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত হোকশ জাল (সেট ব্যাগ নেট) ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে তিনটি হোকশ জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে ও মঙ্গলবার দুই দিনব্যাপী পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মশিউর রহমানের নেতৃত্বে জগতবেড় ইউনিয়নের বর্ষায় প্লাবিত বিভিন্ন প্লাবন   ভূমি ও নদী থেকে এ সব অবৈধ জাল জব্দ করা হয়।

পরে বুধবার (১৭ জুন)  দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মশিউর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো: আসাদুল্লার উপস্থিতিতে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।  

পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লা বলেন,‘ অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারনে তিনটি হোকশ জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল আমরা উদ্ধার করে পুড়িয়ে ফেলেছি। ’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –