• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মুক্তিযুদ্ধের গল্পে তানজিন তিশা   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১  

নিয়মিত কাজের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা বিশেষ দিবসগুলোতে হাজির হন বিশেষ কাজ নিয়ে। এই সময়গুলোতে তাদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। সেই রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কাজ করলেন ‘অপরাজিতা’ শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটকে।

নাটকটি এনটিভিতে আগামীকাল রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে। তুষার আব্দুল্লাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এতে তানজিন তিশা ছাড়া আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, এ কে আজাদ সেতু, আশরাফুল আশীষ, রাশেদা রাখী প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, ফকির হাটের এসডিওর বাসায় কাজ করে পারুলের মা। পারুলও মায়ের সঙ্গে এই বাসাতেই থাকে। গ্রামে মুক্তিযোদ্ধারা জামালের নেতৃত্বে ঘাঁটি বসিয়েছে। জামালের দেশের প্রতি ভালোবাসা দেখে পারুলও যুদ্ধ করতে আগ্রহী হয়। এরইমধ্যে এসডিওর বাসাকে ক্যাম্প করে পাকিস্তানি আর্মিরা। জামাল পারুলকে সোর্স হিসেবে কাজ করার শর্তে তাদের দলে নিতে রাজি হয়। পারুলের মা তাকে ঘরবন্দি করে। কিন্তু পারুলের মাকে পাকিস্তানি হানাদার বাহিনীর মেজর ধর্ষণ করে হয়। তখন পারুলের মা পারুলকে যুদ্ধ করার অনুমতি দেয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –