• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দেশের অগ্রগতি, উন্নয়নের মূল কারিগর যুবসমাজ: শিল্পমন্ত্রী 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১  

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আজকের বাংলাদেশের যে অগ্রগতি ও উন্নয়ন, তার মূল কারিগর দেশের যুবসমাজ। তাদের উদ্যমী প্রয়াসে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে গতি এসেছে।

তিনি বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলে এম্ফিথিয়েটার মঞ্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ শীর্ষক অনুষ্ঠানের ১৫তম দিনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিল্পমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের ব্যান্ড শিল্পীরা তরুণ সমাজকে দেশপ্রেমে উজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রেখেছে। ঐতিহাসিক সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীর বাংলাদেশের কাণ্ডারি তরুণদের জন্য উৎসবের উচ্ছ্বাস এনে দেওয়ায় এফবিসিসিআইকে ধন্যবাদ জানাই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –