• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সোয়া ১১ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১  

মজুদ বাড়ায় দেশে করোনাভাইরাসের টিকাদানে গতি এনেছে সরকার। প্রতিদিন সারাদেশে লাখ লাখ লোক টিকা নিচ্ছেন। ইতিমধ্যে প্রায় সোয়া ১১ লাখ ডোজ টিকার প্রয়োগ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ছয় কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন চার কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৭২৩ জন। সবমিলিয়ে ১১ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৫৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সারাদেশে নয় লাখ ৩৩ হাজার ৮১৬ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৬৬ হাজার ৭৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে পাঁচ লাখ ৬৭ হাজার ২৮ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার এক লাখ ২৫ হাজার ৮০১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং সাত হাজার ৬০২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। এখন পর্যন্ত ১৭ লাখ ১৪ হাজার ৬৮৭ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে দুই লাখ ৭৭ হাজার ৯০৬ জন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –