• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে আগ্রহী ভারত- রিভা গাঙ্গুলী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে ভারত অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত দেশটির হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপিত হবে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী বিষয়ক জাতীয় বাস্তাবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে দেখা করে ভারতের এ ইচ্ছার কথা জানান রিভা গাঙ্গুলী দাস। 

রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে কমিটির প্রধান সমন্বয়কের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় তারা জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতির ওপর মত বিনিময় করেন। এ বছরের ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –