• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, ৬ ডিগ্রিতে কাঁপছে দিনাজপুর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪  

তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর শীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে উত্তরের জেলা দিনাজপুরে। রাত থেকে শুরু করে অনেক বেলা অবধি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।

সোমবার সকাল ৬টায় দিনাজপুরে ৬ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। বাতাসের গতি ছিল ২ নটিক্যাল মাইল। এর আগে, রোববার ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া জেলার ওপর দিয়ে বইছে টানা শৈত্যপ্রবাহ।

পৌষ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে উত্তরাঞ্চলের জেলাটিতে বেড়েই চলেছে শীতের দাপট। তীব্র ঠান্ডা থেকে রেহাই পেতে গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ আর শিশুরা। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার পরিবহন চলছে ধীর গতিতে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। এছাড়া বাতাসের গতি ছিল ২ নটিক্যাল মাইল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –