• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ডেপুটি স্পিকারের আসনে ভোট কবে জানা যাবে আজ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

ডেপুটি স্পিকারের আসনে ভোট কবে জানা যাবে আজ                
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের ভোট কবে তা জানা যাবে আজ। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশন সভায় এ ব্যাপারে আলোচনা হবে।

জানা যায়, বৈঠকে এ উপনির্বাচন ছাড়াও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আলোচনা হবে। স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও উপ-নির্বাচন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

সভার সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কতগুলো ইভিএম ব্যবহার যোগ্য আছে তা নিয়ে এখনো কোনো ধারণা নেই ইসির। তাই এ ব্যাপারে আজ বৈঠকে আলোচনা হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ২২ জুলাই দিনগত রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন থাকার পর মারা যান। এর দুই দিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –