• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বোদায় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, ইউপি নির্বাচন স্থগিত 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১  

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

গত বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। এর আগে, মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, ৩ ডিসেম্বর ঝলই শালশিরি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সামসুজ্জোহা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। পরে রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করে তার পরিবার। ৫ ডিসেম্বর বিকেলে শুধু চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয় এবং ওই আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়।

এদিকে, আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ ডিসেম্বর শুধু চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রাখার জন্য প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশনে পাঠানো হয়। তবে ১৪ ডিসেম্বর সেই প্রজ্ঞাপন পরিবর্তন করে ঝলই শালশিরি ইউনিয়নের সব পদের নির্বাচন স্থগিত করা হয়।

পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ষষ্ঠ ধাপের সঙ্গে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –