• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

উলিপুরে নকশিকাঁথা তৈরি করছেন নারীরা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

উলিপুরের তবকপুর বামনেরহাট গ্রামের উদ্যোক্তা মর্জিনা বেগম প্রথম নকশিকাঁথা তৈরি করা শুরু করেন। বর্তমানে তার অধীনে প্রায় ৩৬০ জন নারী কাজ করছেন।

নকশিকাঁথা তৈরির কারিগর রুমি, লাকি ও ইতি আক্তার জানান, একটি করে নকশিকাঁথা তৈরি করে ৫০০ টাকা মজুরি পান তারা। প্রত্যেকে মাসে ৫-৬টি কাঁথা তৈরি করেন।

উদ্যোক্তা মর্জিনা বেগম বলেন, সরকারি ও বেসরকারি সাহায্য পেলে নকশিকাঁথা শিল্পের প্রসার ঘটবে।

কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, তাদের তৈরিকৃত পণ্য অনলাইনের মাধ্যমে বাজারজাতকরণে সহযোগিতা করা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –