• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

গাইবান্ধায় লক্ষাধিক হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২১  

প্রচণ্ড শীতকে উপক্ষা করে গাইবান্ধায় কাঁদা মাটিতে রোপণ করতে শুরু করেছেন বোরো ধানের চারা। জেলায় লক্ষাধিক হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদের লক্ষ্যমাত্র নিয়ে ইতোমধ্যে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা।

গতকাল রবিবার (৩১ জানুয়ারি) গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে দেখা যায়, বোরো ধানচারা রোপণের চিত্র। এসময় চরম ব্যবস্ত সময় পার করছিলেন কৃষকরা। যেন দম ফেলানোর ফুসরত নেই তাদের।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে গাবান্ধার ৭ উপজেলায় এক লাখ ২৫ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় পৌনে এক লাখ হেক্টর অর্জন হয়েছে।

কৃষক কবির উদ্দিন জানান, গত বছর বয়ে গেছে ভয়াবহ বন্যা। এতে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে ইতোমধ্যে ২ একর জমিতে ধান চারা রোপণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি রয়েছে।

আরেক কৃষক জলিল উদ্দিন জানান, কৃষি বিভাগের সহযোগিতা পেলে এবং আবহাওয়া অনুকুল থাকলে অধিক ফলন ঘরে তোলার আশা করা হচ্ছে। তবে সার-কীটনাশসক ও ডিজেল দাম উর্ধগতিসহ বিদ্যুতের ঘনঘন লোডসেডিং নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

গাইবান্ধা কৃষি বিভাগের উপ পরিচালক মাসুদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে ভালো ফসল অর্জনের জন্য কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে। সেই সঙ্গে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে।

বিশেষজ্ঞগণ জানান, মহামারীর বছরে দেশের কৃষিখাতে তেমন কোন প্রভাব পড়েনি। সরকারের প্রণোদনা প্যাকেজের কারণে কৃষকরা পুরোদমে চাষাবাদ চালিয়ে যাচ্ছে। ফসল উৎপাদন বাড়ছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –