• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

গবেষণা খাতে অর্থ বরাদ্দে কার্পণ্য করা হচ্ছে না: প্রযুক্তিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২৩  

 
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও গবেষণায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হচ্ছে না।
রোববার দুপুরে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এর ক্যাম্পাসে ৯২ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিসিএসআইআরের চেয়ারম্যান ড. আফতাব আলী শেখের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির (আইএমএমএম) পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান।

এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, সিনিয়র বিজ্ঞানী প্রদিপ কুমার বিশ্বাস,জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল ইসলাম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জয়পুরহাট বিজ্ঞান ইন্সটিটিউট এর বিজ্ঞানী এবং কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –