• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

‘নাটের গুরু’ তারেক রহমান! 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক ভুল সিদ্ধান্তের কারণেই বিএনপি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা মনে করছেন, বিএনপির রাজনৈতিক দুর্দশার জন্য নাটের গুরু হিসেবে তারেক রহমানই দায়ী।

খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসায় বৈঠক করে দলটির একাধিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা তারেকের ব্যাপারে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন বলেও নিশ্চিত করেছে একটি সূত্র।

এ প্রসঙ্গে বৈঠকে উপস্থিত থাকা বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ বলেন, তারেক রহমানের রাজনৈতিক ভুলের বর্ণনা এক-দু ঘণ্টায় বলে শেষ করা যাবে না। 

‘বিগত ১৪ বছরে তারেক রহমান যে পরিমাণ ভুল করছে, তা নিয়ে একটি বই লেখা যাবে। যা বই মেলায় প্রকাশ করলে বেস্ট সেলিংয়ের পুরস্কারও পেতে পারে। ভুল আর তারেক রহমান যেন একে অপরের সমার্থক। তার নির্বুদ্ধিতার জন্য দলের আজ এই বেহাল দশা। আমার মতে, রাজনীতি ছেড়ে দেওয়াই হবে তারেক রহমানের নির্বুদ্ধিতার একমাত্র প্রায়শ্চিত্ত।’

এ প্রসঙ্গে সংস্কারপন্থী হিসেবে পরিচিত বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করা ছিল বিএনপির নেতৃত্বের সবচেয়ে বড় ভুল। তারেক রহমানের পাতানো খেলাতেই দলের আজ নড়বড়ে অবস্থা। নেতাকর্মীরা একজন আরেক জনকে বিশ্বাস করতে পারছেন না। কারণ তারেক রহমান নিজের নিয়ন্ত্রণে দলকে পরিচালিত করতে আলাদাভাবে গ্রুপ সৃষ্টি করেছেন। যা দলের ভেতরকার বিভেদ আরো তীব্র করেছে।

তিনি আরো বলেন, এখন তিনি (তারেক রহমান) বিএনপির নিয়ন্ত্রণ নিতে নিজের মাকে নিয়েও ষড়যন্ত্র করছেন। যা এরই মধ্যে আমাদের দৃষ্টিগোচরে এসেছে। বিএনপির বর্তমান অধঃপতনের অন্যতম নাটের গুরু যে তারেক রহমান এ নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –