• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কোন্দল-নেতৃত্ব সংকটে রাজনীতির মাঠে পরাজিত বিএনপি 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

প্রায় দেড় যুগ ধরে দেশের রাজনীতির মাঠে ধারাবাহিকভাবে পরাজয় বরণ করছে বিএনপি। অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকটে পড়ে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না দলটি।

জানা গেছে, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অযৌক্তিক আন্দোলন ও সমাবেশে জনগণের অংশগ্রহণ ছিল না মোটেই। এমনকি তৃণমূলের অনেক নেতাকর্মীও সমাবেশগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেননি। নেতাকর্মীদের নিষ্ক্রিয়তায় এর আগে ডাকা আন্দোলনও ব্যর্থ হয়েছে বারবার।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আন্দোলনের আহ্বানে জনগণসহ বিএনপির নেতাকর্মীরাই খুব একটা সাড়া দেননি। কেন্দ্রীয় কয়েকজন নেতা দলীয় পদ-পদবি অক্ষুণ্ন রাখার জন্যই সমাবেশে অংশ নিতে বাধ্য হয়েছেন। সিনিয়র নেতারা মুখে আন্দোলনের কথা বলে ফেনা তুললেও বাস্তবে তেমন কিছুই দেখা যায়নি।

দলীয় সূত্র বলছে, দেশের রাজনীতিতে কি হচ্ছে কিংবা আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা এ নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের কোনো মাথাব্যথা নেই। এরই মধ্যে বেগম জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফলে আন্দোলনের মাধ্যমে কর্মীদের চাঙ্গা করার যে উদ্যোগ বিএনপি গ্রহণ করেছিল, তা হতাশায় রূপ নিয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এ দলটি বর্তমানে চরম সংকটে রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্ব সংকট, বহিষ্কারের অপরাজনীতি দলের সাংগঠনিক অবস্থাকে আরো দুর্বল করেছে। দলের অবস্থা এখন এমন জায়গায় পৌঁছেছে যে, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কোনো দলই আন্দোলন করতে আগ্রহী নয়। কারণ, বিএনপি গত ১৩ বছর ধরে সব আন্দোলনে পরাজয় বরণ করার রেকর্ড গড়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –