• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাট বর্ণমালা থিয়েটারের নতুন কমিটি গঠন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

লালমনিরহাটের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন বর্ণমালা থিয়েটারের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত এ কমিটির সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. এন্তাজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান টানা ৪র্থ বারের মতো পুন:রায় নির্বাচিত হন।

গত ১৭ নভেম্বর-২০২৩ তারিখ বর্ণমালা থিয়েটারের সাধারণ সভায় কন্ঠভোটের মাধ্যমে দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন হয়।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্যদের মধ্যে সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সাংগঠিনক সম্পাদক মো. আলমগীর সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মো. গোলাম আজম, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মো. রফিকুল ইসলাম মন্ডল, দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান আরজু, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. মলিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক মো. হৃদয় হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোছা. আশা খাতুন নির্বাচিত হন। সংগঠনটির কমিটির গঠন শেষে সংগঠনের চলতি অর্থ বছরের  আয়-ব্যয় উপস্থাপনসহ বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, লালমনিরহাট জেলার সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু, বর্ণমালা থিয়েটারের প্রতিষ্ঠাতা ওস্তাদ তাজুল চৌধুরীসহ থিয়েটারের সকল সদস্যবৃন্দ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –