• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

লালমনিরহাটে উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

আজ সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও  কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলা ও উপজেলা পর্যায় বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ আত্মসামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। 

এসময় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে থেকে উক্ত ভিডিও কনফারেন্সিং এর সাথে সরাসরি সংযোগ স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ উল্যাহ (জেলা প্রশাসক, লালমনিরহাট), মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার লালমনিরহাট), অ্যাডঃ মতিয়ার রহমান (চেয়ারম্যান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক আওয়ামীলীগ লালমনিরহাট জেলা), অ্যাডঃ সফুরা বেগম রুমি (সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগ ও সভানেত্রী জেলা মহিলা আওয়ামীলীগ), ডা. নির্মলেন্দু রায় (সিভিল সার্জন, লালমনিরহাট), মোঃ সুলতান মাহমুদ (নির্বাহী প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর লালমনিরহাট), মোহাম্মদ আখতারুজ্জামান (নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, লালমনিরহাট), মোঃ কামরুজ্জামান সুজন (সদর উপজেলা চেয়ারম্যান) সহ লালমনিরহাট জেলার উদ্ধতন কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলার যেসকল প্রকল্প উদ্বোধন করা হয় সেগুলো হলো- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট কর্তৃক বাস্তবায়িত- ২৫ টি,  এলজিইডি লালমনিরহাট কর্তৃক বাস্তবায়িত-১১ টি, সমাজসেবা অধিদপ্তর লালমনিরহাট কর্তৃক বাস্তবায়িত-০২টি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট কর্তৃক বাস্তবায়িত-০১ টি, সর্বমোট -৩৯ টি প্রকল্পের উদ্বোধন করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –