• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ভাষা শহিদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

২১ ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবস থেকে ধাপে ধাপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেল যেভাবে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালে ২১ ফেব্রুয়ারি থেকে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

পাকিস্তান সৃষ্টির পর থেকে বাংলা সংস্কৃতি-শিল্প-সাহিত্যের ওপর আঘাত করে পশ্চিম পাকিস্তানি শোষকেরা। এর প্রতিবাদে সোচ্চার হয় বাংলা তরুণ সমাজ, নেতৃত্বে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের দিক নির্দেশনায় এগিয়ে চলে ভাষা আন্দোলন, এর জন্য বারবার জেলে যেতে হয় তাকে। শত বাঁধার মুখেও বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেন শেখ মুজিবুর রহমান। এই আন্দোলনের পথ ধরেই শুরু হয় আমাদের মুক্তির সংগ্রাম, আসে স্বাধীনতা।

আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলা ভাষাকে এনে দেন অনন্য সম্মান। সারা পৃথিবীতে সকল ভাষার মানুষের কাছে ২১ ফেব্রুয়ারি এখন একটি বিশেষ দিন।

যাদের রক্তের বিনিময়ে পেয়েছি প্রাণের ভাষা, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের জন্য গভীর শ্রদ্ধা।

On November 17, 1999, February 21 was proclaimed as the International Mother Language Day with 188 countries approving of the bill placed at an UNESCO assembly in Paris.

On impact, the world has been observing the International Mother Language Day since February 21, 2000.
The history of language movement is traced back to the birth of Pakistan as a state.

Since the partition, the Pakistani rulers had employed a spectrum of measures to annihilate Bengali culture, art, and literature. That cycle of injustice heavily moved then young leader Sheikh Mujibur Rahman, who later would turn into the father of the nation. He was one of the key figures behind organizing the language movement for which he had to languish in jail.

Upholding the glory of Bangla language was the mission he undertook himself around and finally led the nation to earn its freedom.

That movement paved the path for our freedom and liberation. Following in his footsteps, his daughter Sheikh Hasina’s efforts earned our language another crown. Today February 21 is a cherished day across the entire planet.

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –