• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

`রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা নেবে সরকার`

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে। এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আছে। মাদক নির্মূলে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, দেশের বাইরে বসে অনেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকার ও জনগণের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এসব সাইবার অপরাধ দমন ও গুজব প্রতিরোধে শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা এখন আর দেশে ফিরতে চায় না। তবে পুরো নিরাপত্তা দিয়ে তাদের ফেরত পাঠানো হবে।

এ সময় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সার্বিক নিরাপত্তা বিধান ও দেশের ভাবমূর্তি অটুট রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে থাকার কথাও বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –