• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

`অর্থনীতিতে সিঙ্গাপুর-ভিয়েতনামকে পেছনে ফেলেছে বাংলাদেশ`

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বৃহত্তম অর্থনীতির দেশ হবে। মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই আমরা বিশ্বের মধ্যে ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে নির্বাচিত হয়েছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় এরই মধ্যে অর্থনীতিতে সিঙ্গাপুর, ভিয়েতনামের মতো উন্নত দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ।

রোববার রাজশাহীর বাঘা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার সরবরাহ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে বাংলাদেশ অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা ও রাস্তাঘাটসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, ২০২৩ সালের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ করা হবে। এতে শিক্ষার্থীরা লেখাপড়া ও মানসিকতায় স্মার্ট হবে। শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার ব্যবহার করে পড়াশোনা করতে হবে। এতে তারা তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, উপজেলা ইউডিএফ কর্মকর্তা আলপনা খাতুন, উপজেলা প্রকৌশলী নূরল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –