• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পতিত জমিতে প্রয়োজনে সবজি চাষ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

 
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম বলেছেন, এক ইঞ্চি জমি যাতে পড়ে না থাকে। পতিত জমিতে ফসল চাষ করতে হবে। প্রয়োজনে সবজি চাষ করতে হবে।

রোববার দুপুরে পিরোজপুরে মৎস্য অধিদফতরের সাসটেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট থ্রি কমিউনিটি ট্রান্সফর্মেশন যুব উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, আমরা যদি সবাই স্বাবলম্বী না হই, দীর্ঘদিন হাত পেতে থাকা কোনো মানুষের কিন্তু আত্মমর্যাদা থাকে না। পরনির্ভরশীল হয়ে থাকা মানুষের কোনো সম্মান থাকে না। সরকারের একক চেষ্টায় নয়, আমরা সম্মিলিতভাবে সবাই মিলে এগিয়ে যাব। দেশের প্রত্যেকটা মানুষকে কর্মক্ষম করে তাদেরকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করা বর্তমান সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী চান একজন মানুষও যেন বেকার না থাকে।

এ সময় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পিরোজপুর সদর ক্লাস্টারের আয়োজনে পিরোজপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –