• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রেমিট্যান্স যোদ্ধাদের উপযুক্ত সম্মান দেওয়ার বিষয়ে ভাবছে সরকার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যেসব রেমিট্যান্স যোদ্ধা বৈধ পথে দেশে টাকা পাঠাবেন তাদের এ বছর থেকেই ইউনিভার্সেল পেনশন স্কিমের আওতায় আনা হবে। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসী যোদ্ধাদের উপযুক্ত সম্মান দেওয়ার বিষয়েও ভাবছে সরকার।

শুক্রবার রাজধানীর বিএফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ডিবেটে ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার রেমিট্যান্স যোদ্ধাদের যেসব সুযোগ-সুবিধা দেয় অনেকে তা জানে না। সেগুলো তাদের জন্য আরো সহজ করতে হবে। তাদের ত্যাগের মূল্যায়নের মাধ্যমে উপযুক্ত সম্মান ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ব্যাংকিং প্রক্রিয়া আরো আন্তরিক করে প্রবাসী শ্রমিকদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে হবে। ব্যাংকিং সিস্টেম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকরা কম উৎসাহিত হয়।

এম এ মান্নান বলেন, ব্যাংকিং সিস্টেম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে হুন্ডি ব্যবসায়ীরা প্রবাসী শ্রমিকদের বুকে টেনে নেয়। তাদের সঙ্গে গড়ে তোলে বন্ধুত্বের বন্ধন। সরকার প্রণোদনা দিয়ে প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থের বিনিময় হার বাড়ালেও হুন্ডি ব্যবসায়ীরা বিভিন্ন কায়দা-কৌশলে তা আরো বাড়িয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ছায়া সংসদের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –