• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ইভিএমে কারচুপির সুযোগ নেই: ইসি রাশিদা সুলতানা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। নির্বাচনে যত ইভিএম দরকার তার থেকে দ্বিগুণ ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ভোট চলাকালীন ইভিএমে কোনো সমস্যা হলে এক্সপার্ট রয়েছে তারা তাৎক্ষণিক সমাধান করে দেবেন। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই। বরং ইভিএমের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব।

তিনি আরো বলেন, ভোট চলাকালীন ইভিএমে ভোট প্রদান সংক্রান্ত একটি কাগজের কপি লাইনে দাঁড়ানো ভোটারদের দেখানো হবে ভোট কীভাবে দিতে হবে।
 
বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রংপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব বলেন। 

রাশিদা সুলতানা বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আইনের কাঠামোয় যা যা দরকার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। 

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন হবে। রংপুর সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এই সিটি কর্পোরেশনে ২২৯টি কেন্দ্রে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি কর্পোরেশন গঠিত হয়। ঐ বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –